নিরালা কানন পথে কে

  • রাগ : Pilu misro
  • তাল : kaharba

নিরালা কানন পথে কে

নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
দু’ধারে চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা॥
তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস
কুসুম ভুলিয়া মলয় ও-কেশে করিছে খেলা॥
লুটায়ে পড়ে ফুল-দল পরিবে বলিয়া খোঁপায়
ওগো চলিবে বলি’ বনতল ফুলেরা পরাগে রাঙায়,
ও-পায়ে আলতা হ’তে চায় রঙীন গোধূলি-বেলা॥
‘চলিয়া যেয়ো না যেয়ো না’ বলি’ লতারা চরণে জড়ায়,
রেধিতে কণ্টক-তরু, আঁচল ছাড়িতে না চায়;
আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের ভেলা॥