নাচে যশোদাকে আঙনামে

  • তাল : -

নাচে যশোদাকে আঙনামে

নাচে যশোদাকে আঙনামে শিশু গোপাল।
চরণনমে মধুর ধুন ঝাঁঝন তাল॥
অধীর ভ্যয়ে ধীর পবন
কাঁপন লাগে থির গগন,
অরুণ-অনুরাগ সে ভ্যয়ে নভো-লোচন লাল॥
নাচত মহাকাল মেঘ কি জটাজুট খোলে,
বাউরি ধ্বনি ভোলে ত্রিলোক ব্রহ্মা ধ্যান ভোলে।
বহে উজান যমুনাবারি
নাচন লাগি বৃজ-কুমারী,
নাচে ইন্দ্র, চন্দ্র রবি ব্যনকে গোয়াল॥