বাতা দে রে যমুনাকে

  • তাল : -

বাতা দে রে যমুনাকে

বাতা দে রে যমুনাকে জল কাঁহা মেরে শ্যামল।
কোন্ বনমে বাঁশরি বজায় রে উয়ো মেরে চঞ্চল॥
নন্দ্কে ভবন কাঁহা খেলত গোপাল যাঁহা
রার করত কাঁহা উয়ো মেরে শ্যামল॥
ম্যয় পুছা ব্রজবাসীকো সব ম্যয় পুছা কৃষ্ণ কাঁহা হোই,
শুনতে হি সব্ রোনে ল্যগে বাত্ বোলে কোই।
লেতা কৃষ্ণ জিকে নাম আয়া রো রো কে ইয়ে ব্রজধাম,
হায় দরশন কি আশ্ কোন্ মিটায়ে কারে জীবন সফল্॥