বুলবুলি কি এলে ফিরে

  • তাল : -

বুলবুলি কি এলে ফিরে

বুলবুলি কি এলে ফিরে আবার গোলাপ বনে।
ভুলে যাওয়া গুল-বাগ কি পড়ল আজি মনে॥
ঝরা গোলাপ-পাপড়িগুলি
ঢেকেছে আজ মরুর ধূলি,
পাতা ঢাকা সমাধিতে ঘুমায় নিরজনে॥
দিল্রুবা আর পেয়ালা হাতে সিরাজ সাকি আসি’
ফিরে গেছে নিরাশ হয়ে, জলসা হল বাসি।
ধুলায় লুটায় ফুলের ডালি
চাঁদের চোখে পড়ল কালি,
শেষ গোলাপের নজরানা লও বন্ধু বিদায়-ক্ষণে॥