যার হৃদয়ে আল্লার নাম

  • তাল : -

যার হৃদয়ে আল্লার নাম

যার হৃদয়ে আল্লার নাম সদাই জেগে রয়।
আল্লার ঘর কাবা শরীফ তাহারই হৃদয়॥
আল্লার নাম জিকির করে যে জন নিরালায়
নাই গেল সে হজে রে ভাই মক্কা মদিনায়,
ঘরে বসেই হয় সে হাজি, আউলিয়া সে হয়॥
আপনাকে যে দিয়েছে ভাই খোদার নামে সঁপে
কাজের মাঝেও মনে মনে আল্লা আল্লা জপে,
তাহার মতন সুখী রে ভাই ফেরেশ্তারাও নয়॥
(সে) যথায় ব’সে জিকির করে, সেই হয় মস্জিদ
(সে) যেখানে যায় সেইখানে ভাই আসে খুশির ঈদ,
বেহেশ্তের সে আশ রাখে না, তার নাই দোজখের ভয়॥