বরষার দিন তো হয়ে গেছে

  • তাল : -

বরষার দিন তো হয়ে গেছে

বরষার দিন তো হয়ে গেছে সারা তবু কেন ঝরে বাদল।
বনের বেদের দল গেছে তো চলি’, তবে ও কে বাজায় মাদল॥
ও সই কৃষ্ণ তো গেছে কবে মথুরায়
কেন বৃন্দাবনে চাঁদ ওঠে হায়,
কেন আঁখি-জলে ভেসে যায়, নয়ন কাজল॥
আহা সাথীহারা রাধা পাগলিনী প্রায়,
নিদহারা প্রাণ তার বাঁশি শুনে ছুটে যায়।
ও কে গভীর রাতে যন কিসের আশে
ঘুরিয়া বেড়ায় সেই যমুনা পাশে,
দেখিতে না পায় মুরছিত বেদনায় পড়িল রাধা ধরণীর তল॥