জগন্নাথ গেলে যদি রাজা হয়ে বসা যেত

  • তাল : -

জগন্নাথ গেলে যদি রাজা হয়ে বসা যেত

জগন্নাথ গেলে যদি রাজা হয়ে বসা যেত।
ভাগলপুরে ভাগা হলে মহাজনে রম্ভা পেত –
বল ওরে কে ঠেকাত, কে ঠেকাত, কে ঠেকাত॥
গেলে পরে বর্ধমান, আঙুল ফুলে মর্তমান
কলাগাছ হয়ে যেত, তখন বল ওরে কে ঠোকাত॥
শেওড়াফুলীর শেওড়া কেটে পিঠে পুলি ল্যাটা হত
দানাপুর গেলে পরে দানাপানি মিলে যেত,
তখন খেটে খেটে আর কেবা খেত –
তখন বল ওরে কে ঠেকাত, কে ঠেকাত, কে ঠেকাত॥
মধুপুরের মধুপ বনে বালুকে না তাড়া দিত
নানা ফুলের মধু খেয়ে যন্তর্র্ হয়ে যেত,
তখন আবগারি কি রহিত? কে ঠেকাত॥
গমন করলে রাউলপিণ্ডি, চুকে যেত দশপিণ্ডি
বিষ্ণুপুরে আলো ক’রে বিষ্ণু হতেন আবির্ভূত –
তখন সশরীরে স্বর্গ হ, কে ঠেকাত, কে ঠেকাত, কে ঠেকাত॥