গান ধরে ঘটোৎকচ

  • তাল : -

গান ধরে ঘটোৎকচ

গান ধরে ঘটোৎকচ
তারা খসে খচর খচ॥
আগড়ুম বাগডুম ঘোড়াডুম সাজে
লক্ষ বধূর বক্ষমাঝে,
ঘানি ঘোরে ঘচর ঘচ্, ঘচর ঘচ্, ঘচর ঘচ্॥
ধে তেরে ধে তেরে নাক তেটে ঘিঘি তেটে
না ধেৎ না ধেৎ না তেটে তাক ধেটে,
নাক তেটে তাক ধেৎ কেট তাক কেটে তাকি তেটে –
ভচর ভচ্, ভচর ভচ্, ভচর ভচ্॥
তালগাছে বক বুলবুল
ব্যস্ত হয়ে করে চুলবুল,
হাঁচিয়াছে হচর হচ্, হচর হচ্, হচর হচ্॥
ধাগি তেটে ধাগি তেটে ঘেড়ে নাক
ধেনে ঘেনে তাক তেটে তাকি তেনে
কৎ তা তেটে ঘেঘে কৎ তা তেটে
ঘেনে নানা হতে হাসি এনে তিনতালে
মচর মচ্, মচর মচ্, মচর মচ্॥
আলকুশী মালা গাঁথে
পাশে প্রিয়া ভোগে বাতে,
থেঁতো করে গোলমরিচ গো
হচর হচ্, হচর হচ্, হচর হচ্॥