শিবা হযে পরাজিতে পশুরাজে সাধ

  • তাল : -

শিবা হযে পরাজিতে পশুরাজে সাধ

‘লেটো গান’

শিবা হয়ে পরাজিতে পশুরাজে সাধ।
জ্ঞান নাই কি তোর কাণ্ডাকাণ্ড হয়েছিল উন্মাদ।
অজা হয়ে কোন্ সাহসেতে ভেক হয়ে ফণীর সাথে বাধ
বাধ্ সাধিস্ মহাবলী বাঘের সাথে তুমি বাধ॥
শুকর মত্ত করীবরে যুদ্ধে কি কখনো পারে
খঞ্জে লম্ফে মহাবীর একি পরমাধ॥
নজরুল এসলাম বলে, সাবাস্
ধোপার মুটের গাধা তাজী ঘোড়া জিনিতে আশ।
সাবাস্ তোরে সাবাস্ – ধিক্ তোরে উন্মাদ॥