নিষ্প্রভ এই শশী

  • তাল : -

নিষ্প্রভ এই শশী

‘লেটো গান’

নিষ্প্রভ এই শশী, তব বদন-শশী বেরুল না হাসি, শশীমুখে।
পূরব আকাশে রবি প্রায় সমাগত
কোকিল ঝঙ্কারে কুহু অবিরত,
তব মুখের আভা, যেন বিদ্যুত প্রভা, পরিণত শোভা ক্ষীণালোকে॥
গুন্ গুন্ সুরে অলি বসিছে কমলে
বিভু গানে মত্ত বিহঙ্গ দলে,
তাহে আজ রবে, জীবন সংশয় হবে, বুঝি রইতে হবে জন্ম দুখে॥
নজরুল এসলাম বলে, প্রিয়ার চরণ ধ’রে
দিবা যামিনী মান ভাঙ্গাও পাঁচবার ক’রে
মালা একশ তিরিশ ফুলে পরাও হে তার গলে –
বাগানে তাহলে থাকবে সুখে॥