পরদেশী বঁধুয়া

  • রাগ : Shinghendro moddhom (Dokkhini Rag)
  • তাল : Dadra

পরদেশী বঁধুয়া

পরদেশি বঁধুয়া, এলে কি এতদিনে
আসিলে এতদিন কেমনে পথ চিনে॥
তোমারে খুঁজিয়া কত রবি-শশী
অন্ধ হইল প্রিয় নিভিল তিমিরে
তব আশে আকাশ-তারা দ্বীপ জ্বালি’
জাগিয়াছে নিশি ঝুরিয়া শিশিরে।
শুকায়েছে স্বরগ দেবতা তোমা বিনে॥
কত জনম ধরি’ ছিলে বল পাসরি’
এতদিনে বাঁশরি বাজিল কি বিপিনে॥