অশ্রু বদল করেছিনু মোরা

  • রাগ : Jogiya
  • তাল : Dadra

অশ্রু বদল করেছিনু মোরা

অশ্রু বদল করেছিনু মোরা গিয়াছ ভুলে।
স্বপন-মদির ঘুমতী নদীর নিরালা কূলে॥
জানে রবি শশী কোটি গ্রহতারা
বনের বিহগ নদী জলধারা,
পূজেছিলে মোরে দেবতা বলিয়া কুসুম তুলে॥
বিসর্জনের প্রতিমার সমকালের স্রোতে,
তোমারে ভাসায়ে ঘুরিয়া বেড়াই বাহির পথে।
(আজি) নন্দন-লোকে তুমি ইন্দ্রাণী
চিনিতে আমায় পরিবে না জানি,
শুকায়েছে ফুল পূজার পাষাণ-বেদী-মূলে॥