আমি উদাসীন আমি ভুলেছি সবায়

  • তাল : -

আমি উদাসীন আমি ভুলেছি সবায়

আমি উদাসীন আমি ভুলেছি সবায়।
(হায়) ডেকো না আমায় আর প্রাণের সভায়॥
কভু ছিলাম সাগর
আজি মরু বালুচর,
ওগো তৃষ্ণা-কাতর! জল চেয়ো না হেথায়॥
কভু শ্যামল ছিল এ ধূসর প্রান্তর,
মোর প্রাণে ছিল প্রেম, ধ্যানে চির-সুন্দর।
আজ হারায়েছি সব
তাই লুকায়ে নীরব,
শুনি দূর কলরব আর কাঁদি বেদনায়॥