একলা জাগি তোমার বিদায় বেলার ব্যথা লয়ে

  • তাল : -

একলা জাগি তোমার বিদায় বেলার ব্যথা লয়ে

একলা জাগি তোমার বিদায়-বেলার ব্যথা ল’য়ে।
হাওয়ার বাণী কাঁদে বুকে ফিরে-আসা হয়ে॥
কে জানিত তোমার তরে
কাঁদবে পরান এমন ক’রে,
রইব প’ড়ে ধূলার ’পরে বিপুল পরাজয়ে॥
ভালোবাসায় ভালোবেসে রাখতে যে হয় বেঁধে,
তুমি চ’লে যাওয়ার পরে শিখেছি তাই কেঁদে।
না চাহিতে পেয়ে তোমায়
অবহেলা করেছি হায়,
ফিরে এসো, বাঁধব এবার নতুন পরিচয়ে॥