কার বাঁশরি বাজে

  • তাল : -

কার বাঁশরি বাজে

কার বাঁশরি বাজে বেণুকুঞ্জে উদাস সুরে।
সেই সুরে গো মন উড়ে যায় দূর সুদূরে॥
নাচে সে-সুরে কুরঙ্গ
হয় ধ্যানীর ধ্যান ভঙ্গ,
চাহে প্রাণ তারি সঙ্গ হৃদি জড়ায় তারি নূপুরে॥
সেই সুর-অনুরাগে
নভে তরুণ তপন জাগে,
নীপ-শাখে দোলা লাগে সখি এনে দে সেই বঁধুরে॥