তোমার গানের সুরটি প্রিয়

  • তাল : -

তোমার গানের সুরটি প্রিয়

তোমার গানের সুরটি প্রিয় বাজে আমার কানে।
মনের কথা সেদিন কিগো শুনিয়েছিলে গানে॥
তোমার করের পরশে রে বীণায় জাগে প্রাণ
তাই মধুময় হয়ে ওঠে তোমার মধুর গান,
দেবতা তাঁর সকল সুধা কণ্ঠে তব করেছিল দান –
তুমি যে-গান শোনাও মোরে, হয় না যেন সে-গান অবসান॥
কোন্ কবি আজ তোমার কথা, লিখছে হায় তা কে জানে।
তোমার ও-গান না শুনিলে অশ্রু বারি হানে॥