তোমায় ফেলে এসেছিলাম

  • তাল : -

তোমায় ফেলে এসেছিলাম

তোমায় ফেলে এসেছিলাম সুদূর ভাটির দেশে।
কে জানিত, আসবে আবার উজান স্রোতে ভেসে॥
যে মণিহার অবহেলায়
হারিয়েছিলাম ভুলের খেলায়,
সে-হার কেন আবার গলায় জড়ায় বেলা শেষে॥
ফেরে না আর শাখায়, যে ফুল ধূলায় পড়ে খ’সে,
তবু যেন কিসের আশায় কূলে ছিলাম ব’সে।
বহুদিনের ধূলি মেখে
গেছিল যে স্মৃতি ঢেকে,
সেই বেদনা জাগালে কে আবার ভালোবেসে॥