ধীর চরণে নীর ভরণে

  • রাগ : Gara
  • তাল : Dadra

ধীর চরণে নীর ভরণে

ধীর চরণে নীর ভরণে চলে তন্বী নাগরী।
চরণ-ছন্দে নাচে আনন্দে বাহুর বন্ধে গাগরি॥
হেরি’ তাহার অঙ্গ ভঙ্গ
উতল হ’ল নদী-তরঙ্গ,
পাগল বায়ু করিছে রঙ্গ উড়ায়ে ওড়না ঘাগরি॥
বিজন পথ মুখর করি’
যায় কি রাঙা সন্ধ্যা পরী,
এলো সহসা গগন ভরি’ পূর্ণিমা-কোজাগরী॥