পরজনম থাকে যদি

  • তাল : -

পরজনম থাকে যদি

পরজনম থাকে যদি সেথায় আবার দেখা দিও।
এ জনমের চাওয়া আমার আর জনমে হয়ো প্রিয়॥
এবার পাষাণ-মুরতিরে
চেয়ে গেলাম অশ্রু-নীরে,
পরজনমে এসে ফিরে আমার বরণ-মালা নিও॥
এ জনমের বিফল আশা ভালোবাসা তোমায় দিয়া,
বিদায় নিলাম ওগো, আর জনমে হয়ো প্রিয়া।
জানি জানি আমার প্রেমে
বেদী হতে আসবে নেমে,
আমার প্রীতির হিঙুল রঙে রাঙবে তোমার উত্তরীয়॥