ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল

  • রাগ : Bahar
  • তাল : Ektal

ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল

ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল।
গানে জাগে হিল্লোল, প্রাণে জাগে হিন্দোল –
মনের মাধবী বনে জাগিল মুকুল॥
হিয়ায় গোপন রাগে
রঙিন স্বপন জাগে,
ঢলঢল অনুরাগে আঁখি ঢুলুঢুলু॥
ঝলমল ঝলমল রূপ ও রসে,
অধীর হিয়া অথির, রহে না বশে।
পাপিয়ার কলগানে
কোকিলের কুহুতানে,
যৌবনের মৌ বনে দিল্ হল মশগুল॥