বাজো বাঁশরি বাজো

  • তাল : -

বাজো বাঁশরি বাজো

নাটক : ‘সতী’

বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাঁশরি বাজো বাজো বাজো।
আসে নন্দন নন্দনী আনন্দিনী সবে উৎসব সাজে সাজো॥
পুষ্প-মাল্য আনো, আনো হেম-ঝারি
মঙ্গল ঘটে আনো তীর্থবারি,
লাজ-অঞ্জলি ল’য়ে পুরাঙ্গনা, নগর ভবনে ভবনে বিরাজো॥
হংস-মিথুন আঁকা নীলাম্বরী
পরি’ এসো তরুণী নাগরি কিশোরী,
চলো পথে পথে গাহি আগমনী, ঘরে আলসে বসিয়া কে আছিস্ আজো॥