শাওন ঘোর রিমিঝিমি

  • রাগ : Chaya
  • তাল : Trital

শাওন ঘোর রিমিঝিমি

(শাওন ঘোর) রিমিঝিমি রিমিঝিমি বারিধারা বরষে।
নাচে শিখী শ্যাম ঘন দরশে॥
চমকে বিজলি ঘনঘন
শনশন পূব হাওয়া বহিছে হরষে॥
এসো বিরহী শ্যামল মোর ভবনে
নূপুর শোনায়ে শ্রবণে,
চাহে ফুটিতে এ হিয়া নীপ সম –
তব মধুর সজল পরশে॥