রূপ নয় গো

  • তাল : -

রূপ নয় গো

রূপ নয় গো, এ যে রূপের শিখা।
কে বিদ্যুল্লতা তুমি, কে গো সাহসিকা॥
বহ্নি-জায়া স্বাহা সমা
কে গো তুমি কে তন্বী রমা?
ললাট ঘেরি জ্বলে তোমার সবিতারই টীকা॥
মনের তিমির পলায় হেরি তোমার আঁখির জ্যোতি,
নীল গগনের শুকতারা গো ভোরের জ্যোতির্মতী।
তোমার রূপের মানিক ঝরে
চাঁদের আলোয় রবির করে,
রাঙা ফুলের লাল আখরে তোমারি গান লিখা॥