সখি আমি ই না হয়

  • তাল : Dadra

সখি আমি ই না হয়

সখি আমি-ই না হয় মান করেছিনু তোরা তো সকলে ছিলি।
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি, কেন নাহি ফিরাইলি॥
তা’রে ফিরায় যে পায়ে ধরি’, (তার) পায়ে পায়ে ফেরেন হরি
পরিহরি মান, অভিমান তা’রে কেন নাহি ফিরাইলি।
তোরা তো হরির স্বভাব জানিস।
তা’র স্ব-ভাবের চেয়ে পরভাব বেশি তোরা তো হরির স্বভাব জানিস্।
তা’র স্বভাব জেনেও রহিলি স্ব-ভাবে ডাকিলি না পরবোধে।
তোদের পরম পুরুষ পরবোধ হলো কেন ডাকিলি না পরবোধে।
তা’রে প্রবোধ কেন দিলি নে সই, তোরা তো চিনিস্ হরিরে
প্রবোধ কেন দিলি নে সই।
(কেন) ডাকিলি না পরবোধে।
(হরি) প্রহরী হইয়া রহিত রাধার ঈষৎ অনুরোধে
(তা’রে) অনুরোধ কেন করলি নে সই
তোরা যে আমার অন্তরাধা অনুরোধ কেন করলি নে সই।
তোরা যে রাধার অনুবর্তিনী
অনুরোধ কেন করলি সে সই (কেন) ডাকিলি না পরবোধে।