ঝরিছে অঝোর বরষার বারি

  • রাগ : Mollar
  • তাল : Kawali

ঝরিছে অঝোর বরষার বারি

ঝরিছে অঝোর বরষার বারি।
গগন সঘন ঘোর,
পবন বহিছে জোর,
একাকী কুটীরে মোর রহিতে নারি॥
শিয়রে নিবেছে বাতি,
অন্ধ তমসা রাতি,
গরজে আওয়াজ রাজ গগন-চারী।
চমকিছে চপলা,
জাগি’ ভয়-বিভলা একা কুমারী॥