যাস্ কোথা সই

  • রাগ : Gouro sharong
  • তাল : Dadra

যাস্ কোথা সই

যাস্ কোথা সই একলা ও’ তুই অলস বৈশাখে?
জল নিতে যে যাবি ওলো কলস কই কাঁখে?
সাঁঝ ভেবে তুই ভর-দুপুরেই দুকূল নাচায়ে
পুকুর-পানে ঝুমুর ঝুমর নূপুর বাজায়ে
যাস্নে একা হাবা ছুঁড়ি, অফুট জবা চাঁপিা-কুড়ি তুই
ওলো রঙ দেখে তোর লাল গালে যায়
দিগবধূ ফাগ থাবা থাবা ছুড়ি’,
পিক-বধূ সব টিটকিরী দেয় বুলবুলি চুমকুড়ি –
ওলো বউল-ব্যাকুল রসাল তরুর সরস ঐ শাখে॥