শুন শুন মন্ত্রী নন্দন

  • তাল : -

শুন শুন মন্ত্রী নন্দন

লেটো গান : ‘রাজপুত্র-মন্ত্রীপুত্র’

শুন শুন মন্ত্রী নন্দন।
কথার নড়চড় হবে না, যদি মোর যায় জীবন॥
যদি সূয পশ্চিম দিকে,
কিংবা অন্য দিকে,
তবু মন্ত্রীসূত মম বাক্য, মিথ্যা না হবে কদাচন॥
যদি অতি ঘোরতর
মোর কাছে অপরাধ কর,
কিংবা প্রাণ হয় কাতর, নির্ভয় অন্তরে কর কার্য সম্পাদন॥
নজরুল এসলামে কয়,
তোমার প্রতিজ্ঞা নিশ্চয় হইবে হে লয়,
এখন তোরে দেয় অভয়, পরে বিষ বরিষণ॥