প্রতিজ্ঞার কথা মন্ত্রীসূত

  • তাল : -

প্রতিজ্ঞার কথা মন্ত্রীসূত

লেটো গান : ‘রাজপুত্র-মন্ত্রীপুত্র’

প্রতিজ্ঞার কথা মন্ত্রীসূত, নাই স্মরণ আমার।
শীঘ্র কারণ না বলিলে প্রাণ বাঁচা তব হবে ভার॥
অমূল্য জীবন বাঁচাইতে,
যদি তব ইচ্ছা থাকে মোর নিকটেতে,
এর সত্য কারণ বলিতে, হও তুমি আগুসার॥
অশ্বপদ কাটো কি কারণ,
সিংহদ্বারের দশা কেন করিলে এমন
শীঘ্র কও সত্য বিবরণ, না হলে পাবে না হে নিস্তার॥
নজরুল এসলামে কয় কাতরে,
এই করে মন্ত্রনন্দন, পড়েছে বিষম ফেরে,
ঈশ্বর না তরালে পারে, নাই তব উদ্ধার॥