চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই

  • তাল : -

চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই

লেটো গান : ‘এক কন্যা-তিন বর’

চল্ চল্ চল্ লো সখি ফুল বাগানে যাই।
বিয়ের ফুল ফুটল আমার সৌরভ ছুটল ভাই॥
সৌরভে তিন ভ্রমর এলো,
তিনজনই দেখতে ভালো,
কারে বিয়ে করব বল? হলো বিষম দায়॥
(তাই) তিন জনকে টাকা দিলাম,
শ্রেষ্ঠ জিনিস কিনতে বললাম,
শ্রেষ্ঠ জিনিস কিনতে তারা, বিদেশ গেল ভাই॥
কার জিনিস শ্রেষ্ঠ হবে,
ঐ তিন জন বিচার করবে,
(মোর) কোন দোষ নাহি রবে, সে পাবে আমায়॥