কেমনে থাকিবি ও রে কবরে একলা

  • তাল : -

কেমনে থাকিবি ও রে কবরে একলা

লেটো গান : ‘এক যুবতীকে, দুই যুবক বৌ বলে দাবি করছে, সে যাবে কার কাছে?’

কেমনে থাকিবি ও রে কবরে একলা।
সেই যে কবর অন্ধকার নাই রে উজলা॥
কবরে আসিবে ফেরেশ্তা,
শুধাইবে তিনটি কথা,
কি দিবি জবাব রে সেথা, ও রে অবলা॥
কবর যদি করবি আলা,
পড়রে নামাজ পঞ্চবেলা,
তবে পাবি নূরের আলা, হাসরের বেলা॥
দে রে জাকাত হজেতে যা,
ক্ষুধিতের মিটারে ক্ষুধা,
নজরুল এসলামের কথা, দূর হবে জ্বালা॥