মোরা পঞ্চ জনে

  • তাল : -

মোরা পঞ্চ জনে

লেটো গান : ‘রাজা হরিশচন্দ্র’

মোরা পঞ্চ জনে, লতার বাঁধনে, বাঁধা এই তরু শাখে।
ফেলি অশ্রুজল, ভিজে তরুতল, কে গো তুমি পথ-বাঁকে॥
লতার বাঁধন, দাও খুলে দাও,
বাঁধন খুলিয়া, মোদের বাঁচাও
অসহায়া মোরা মুখপানে চাও, বন্দিনী-নারী ডাকে॥
হরিশচন্দ্র রাজন কোথায়,
লতার বাঁধনে বাঁধা মোরা হায়,
তোমার পরশে মুক্তি পাইব, দাও সাড়া দাও ডাকে॥