ফুল তুলিব সাজি ভরে

  • তাল : -

ফুল তুলিব সাজি ভরে

লেটো গান : ‘রাজা হরিশচন্দ্র’

ফুল তুলিব সাজি ভ’রে, ফুল তুলিব আজ।
পত্র ফুলে হবে এবে, দেব পূজার কাজ॥
নাগকেশর, কিংশুক ফুল,
মল্লিকা, যূথিকা দুল দুল,
মোর বুকে দংশিল কিসে? ঐ তো সর্পরাজ॥
মাগো, মাগো মা অভাগিনী,
সর্পরাজে খেলে তোর নীলমণি
আয় মা আয়, ছুটে আয়, ফেলে রেখে কাজ॥