তুমি দশরথ অযোধ্যাপতি

  • তাল : -

তুমি দশরথ অযোধ্যাপতি

লেটো গান :‘সিন্ধু বধ’

তুমি দশরথ অযোধ্যাপতি, শুনেছি দয়ালু রাজা।
তোমার বনের আশ্রমে থাকি, আমরা তোমারি প্রজা॥
বিঁধিলে এ বাণ পানি না সহিতে,
খুলে নাও বাণ মোর বুক হতে,
যদি মারা যাই, পিতারে আমার খবর দিও গো রাজা॥
নদীঘাট হতে কিছু উত্তরে,
আশ্রম আছে সামান্য দূরে,
সাম বেদগান মুখরিত করে, পশু পাখি বন প্রজা॥
সেখানেতে আছে অন্ধমুনি,
অন্ধ আমার জনক জননী,
সান্ত্বনা দিও তাঁহাদের তুমি, ওগো অযোধ্যা রাজা॥
দুখু কাজী গায়, বেদনার গান,
শুনিতেছে যারা কাঁদিছে পরান
আসরের মাঝে বেদনার গান, বাজা রে বংশী বাজা॥