নিকুম্ভিলা যজ্ঞ করি

  • তাল : -

নিকুম্ভিলা যজ্ঞ করি

লেটো গান : ‘মেঘনাদ বধ’

নিকুম্ভিলা যজ্ঞ করি আসিয়াছি রণে।
সম্মুখে দেখিতে পাই শ্রীরাম লক্ষণে॥
সুগ্রীবে দেখি ঐ বানরের দল।
লঙ্কার কলঙ্কে দেখি বিভীষণ খল॥
হে মোর রক্ষ সেনা, হও আগুয়ান।
ধরিয়ে বানরগণে বধহ পরান
আমি চলি দক্ষিণ দুয়ারে॥