এ কি হেরি রণভূমে

  • তাল : -

এ কি হেরি রণভূমে

লেটো গান ; ‘মেঘনাদ বধ’

এ কি হেরি! রণভূমে, ধূলায় পড়ে শ্রীরাম লক্ষণ।
কপিকুল চারিপাশে মনোদুখে করে যে ক্রন্দন॥
হায় হায় একি হলো,
বীরপতি মারা গেল,
লক্ষ্মণ ও চলে গেল, কিরূপে ধরিব জীবন॥
পঞ্চবটী কাননে,
বধে ছিলে খর-দূষণে,
আজি ধূলায় পড়ে কেনে, বুঝিতে পারি না এখন॥
উদ্ধার কি আর মোর হবে না,
অযোধ্যা কি ফিরে যাব না,
মরিব মরিব আমি, না রাখিব, ছার এ জীবন॥
ভ্রমর কবি যে ভনে,
সীতা ধৈর্য ধর মনে,
বাঁচিবে শ্রীরাম লক্ষ্মণে, ফিরে পাবে তাঁরা জীবন॥