যেথা যাই সেথা শুনি

  • তাল : -

যেথা যাই সেথা শুনি

লেটো গান : ‘মেঘনাদ বধ’

যেথা যাই সেথা শুনি, একই সে কথা।
মাতা তুলি দেয় গালি, বুকে লাগে ব্যথা॥
বানর পশুর মধ্যে, না জানে সভ্যতা
নিজে বীর বলি, এরা করে যে বড়ায়।
শরভ বানর, তোরে পশুমধ্যে গণি।
রুচিহীন কথা তাই তোর মুখে শুনি॥
কথায় নাহিক কাজ রণক্ষেত্র মাঝে।
অস্ত্রে অস্ত্রে মহাযুদ্ধ, বীরে বীরে সাজে॥
ব্রহ্ম অস্ত্র মারিলাম, মররে বানর।