বাণে বাণে রণক্ষেত্র হলো আঁধিয়ার

  • তাল : -

বাণে বাণে রণক্ষেত্র হলো আঁধিয়ার

লেটো গান : ‘মেঘনাদ বধ’

বাণে বাণে রণক্ষেত্র হলো আঁধিয়ার।
কোথায় রাবণি তুই খুঁজি বার বার॥
ঐ দেখি রণে পড়ে শ্রীরাম লক্ষণ।
মোর বুকে হোক যত বাণ বরিষণ॥