কেমনে বাঁচিবে শ্রীরাম কর অবগতি

  • তাল : -

কেমনে বাঁচিবে শ্রীরাম কর অবগতি

লেটো গান : ‘মেঘনাদ বধ’

বিভীষণ : জাম্বুবান, জাম্বুবান, বুদ্ধি-বৃহস্পতি।
কেমনে বাঁচিবে শ্রীরাম কর অবগতি॥
জাম্বুবান : ইন্দ্রজিৎ বাণে আমি হয়েছি কাতর।
কোথা হনুমান, তুমি যাও হে সত্বর॥
হনুমান : কোথা যাব, কি করিব বলহ আমারে।
জাম্বুবান : হিমালয় পার তুমি যাহ সত্বরে॥
ঋষ্যমুক গিরি আছে কৈলাসের কাছে।
চারি ঔষধি তরু সেইখানে আছে॥
সুন্দর সুচারু তরু ঠিকরায় আলো।
আলো দেখে বৃক্ষ তুমি চিনিবে যে ভালো॥
বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী।
অস্থিসঞ্চারিণী আর সুবর্ণকরণী॥
ভানুর উদয় আগে ঔষধ আনিবে।
শ্রীরাম লক্ষ্মণ কপি সকলে বাঁচিবে॥
বিভীষণ : তুমি পবন-নন্দন, তুমি পবনবেগে যাও।
হনুমান : এক লম্ফে যাব আমি সাগরের পার।
আর এক লম্ফে যাব কৈলাসের ধার॥
চারি রকমের তরু লইব উপাড়ি।
দুই লম্ফে বণভূমে দিব আমি পাড়ি।