সীতা সীতা সীতা মোর নয়নের তারা

  • তাল : -

সীতা সীতা সীতা মোর নয়নের তারা

লেটো গান : ‘মেঘনাদ বধ’

সীতা, সীতা, সীতা মোর নয়নের তারা।
এত দিনে লঙ্কাপুরে হনু সীতা হারা॥
যাঁর লাগি কাঁদি কাঁদি ফিরিলাম বনে।
সুগ্রীবে মিত্রতা করি, যাঁর অন্বেষণে॥
যার লাগি করিলাম সাগর বন্ধন।
যাঁর লাগি বিতাড়িত মিতা বিভীষণ॥
যাঁর লাগি বধিলাম রক্ষঃ কুম্ভকর্ণ।
যাঁর লাগি পোড়াইল, হনু লঙ্কা স্বর্ণ॥
নাই সীতা রণে আর নাহি প্রয়োজন।
ফেলিয়া ধনুক বাণ ত্যজিব জীবন॥