হনুমান বীর তুমি জানে সর্বজন

  • তাল : -

হনুমান বীর তুমি জানে সর্বজন

লেটো গান : ‘মেঘনাদ বধ’

হনুমান, বীর তুমি জানে সর্বজন।
সীতাদেবী নাই, তুমি বল কি কারণ॥
রাক্ষসের ছলাকলা নাহি জান তুমি।
শাখামৃগ পশু তুমি, তাই জানি আমি॥
মা জানকী, মহালক্ষ্মী কে বধিবে তাঁরে।
অশোক কানন মাঝে কেবা যেতে পারে॥
মেঘনাদের সাধ্য কি স্পর্শ করে সীতা।
বিশ্বাস করি না আমি মারা গেছে মাতা॥
মোর বাক্যে যদি কারো প্রত্যয় না হয়।
অশোক কাননে গিয়ে দেখুক নিশ্চয়॥
সত্য কি মিথ্যা তাহা হইবে প্রমাণ।
অশোক কাননে যাক বীর হনুমান॥