বল ওস্তাদ গোদাকবি

  • তাল : -

বল ওস্তাদ গোদাকবি

লেটো গান : ‘মেঘনাদ বধ’

বল ওস্তাদ গোদাকবি, মেঘনাদ কেমনে মরিবে।
কোন স্থানে, কি রূপেতে, কে তাহারে বধ করিবে॥
কোন্ কোন্ বীর সঙ্গে যাবে,
তারা সবে কি করিবে,
মেঘনাদ কি করিবে, সে-সব কথা বলতে হবে॥
মেঘনাদ বীর মরবে কিসে,
বলে যাবে তাহার দিশে,
কি হইবে অবশেষে, সকল কথা বলে যাবে॥
নজরুল এসলামে ভনে,
আসর মাঝে লেটোর গানে,
প্রণমি গুরুর চরণে, প্রণাম লও মোর শ্রোতা সবে॥