সারা ভারত আজ

  • তাল : -

সারা ভারত আজ

লেটো গান : ‘কুশ ও লব’

সারা ভারত আজ, মোর করতলে।
শত্রু বধিয়াছি আমি নিজ ভুজবলে॥
বিভীষণ রক্ষপতি, সুগ্রীব দোসর,
মহাবীর হনুমান সদা পাশে মোর॥
লয়ে যাও দুই অক্ষৌহিণী সেনা ঠাট।
সদা রবে অশ্ব পাশে, না ঘটে বিভ্রাট॥
ভারত ভ্রমণ শেষে, বিজয়ীর বেশে।
যজ্ঞের অশ্ব লয়ে ফিরিবে এ দেশে॥
যজ্ঞ করি সমাপন, তুষিব সবারে।
অক্ষয় কীর্তি রবে, ভারত মাঝারে॥
নজরুল এসলামে বলে সমাচার।
বিঘ্ন ঘটিবে শেষে বনের মাঝার॥