শান্ত এ তপোবন

  • তাল : -

শান্ত এ তপোবন

লেটো গান : ‘কুশ ও লব’

শান্ত এ তপোবন, শান্ত এ তপোবন।
বেদ মন্ত্র, নিশিদিন হেথা, হয় যে উচ্চারণ॥
মোরা আশ্রমবালা,
হরিণীর সনে খেলা,
তরু ও লতায়, ফুলে ও পাতায়, সদা গীত আলাপন॥
ফুটেছে কুসুম কলি,
গন্ধে মত্ত অলি,
ফুলে ফুলে গিয়ে কি কথা বলি যে করিছে গুঞ্জরণ॥
মোরা নাচি গাহি গান,
বিহগ কূজনে তান,
দখিনা মলয়, সুরে সুর ধরে, আনচান প্রাণমন॥