বল বল বল ওস্তাদ

  • তাল : -

বল বল বল ওস্তাদ

লেটো গান : ‘কুশ ও লব’

বল, বল, বল ওস্তাদ, শ্রীরামচন্দ্রের কি হইবে।
কি বা অঘটন ঘটিবে, কুশলব কি করিবে॥
সীতা দেবী জানবেন যখন,
কি করিবেন তিনি তখন
কে আসিবেন এই তপোবনে, তাঁর দ্বারা কি কাজ হইবে॥
শত্রুঘ্ন আদি বাঁচবে কিসে,
বলবে ওস্তাদ তাহার দিশে,
কি ঘটিবে অবশেষে, সকল কথা বলে যাবে॥
নজরুল এসলামে ভনে,
এ আসরে চাপান গানে,
গাইবে উতোর, আজ এখানে, তবেই ওস্তাদ সম্মান পাবে॥