নহ কলঙ্কিনী

  • তাল : -

নহ কলঙ্কিনী

লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’

নহ কলঙ্কিনী, নহ কলঙ্কিনী।
নীল যমুনায় ভেসে,
এলে গোপ-গোপিনীর দেশে,
বাজায়ে দু’হাতে কাঁচ-চুড়ি রিনিঠিনি॥
নীল শাড়ি, নিগাড়ি নিগাড়ি,
ব্রজকুঞ্জে দাও তুমি পাড়ি,
গোকুল গোপিনী, বলে গো কলঙ্কিনী॥
শোন শোন ওহে কমলিনী,
রহিবে না আর কলঙ্কিনী,
চাঁদ-কলঙ্কের কলঙ্কসম হবে তুমি গরবিনী॥