নহ কলঙ্কিনী নহ কলঙ্কিনী

  • তাল : -

নহ কলঙ্কিনী নহ কলঙ্কিনী

লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’

নহ কলঙ্কিনী, নহ কলঙ্কিনী।
নহ কলঙ্কিনী নহ কলঙ্কিনী॥
নীল যমুনায় ভেসে,
এলে গোপ-গোপিনীর দেশে,
বাজায়ে দু’হাতে, কাঁচ-চুড়ি রিনিঠিনি॥
মান অভিমান, বিরহ মিলন প্রাণের আকুলতা,
শ্রীকৃষ্ণ প্রেম গোকুলের কথকতা,
এনেছ হে সখি, প্রেম মদিরায় ভরি,
যমুনা পুলিনে নূপুরের কিঙ্কিনী॥
তব প্রেমে মজে উন্মাদ হলো কালা,
বাঁশরির সুরে নাচিল, গাহিল, অষ্ট সখির পালা,
সাধিবারে মান, তোমার চরণে রেখছিল রাঙা পাণি॥
তুমি ব্রজবধূ, তুমি যে গো ব্রজবালা,
নীরবে সহিলে, ননদিনী আর ব্রজগোপিনীর জ্বালা,
(তব) প্রেম-কলঙ্ক, চাঁদ-কলঙ্ক, তুমি কলঙ্ক, তুমি কলঙ্ক, গরবিনী॥