ওহে নাগর শ্যাম কালাচাঁদ

  • তাল : -

ওহে নাগর শ্যাম কালাচাঁদ

লেটো গান : ‘কলঙ্কভঞ্জন’

ওহে নাগর শ্যাম-কালাচাঁদ, পরজনমে হয়ো রাধা।
মোর এ হৃদয়, তোমার ও মন একই প্রেম ডোরে বাঁধা।
তুমি বুঝিবে তখন,
নারীর কি বেদন,
কৃষ্ণ প্রেমে শ্রীরাধার কত জ্বালা॥
আমি কৃষ্ণ হইব, বাজাইব বাঁশি গোকুলের বাটে বাটে।
তুমি হবে রাধা, আমি হবো শ্যাম দেখা হবে যমুনার ঘাটে।
তুমি জল ফেলে জল আনতে যেয়ো, মেনো না ননদী বাধা॥
তুমি আমার বাঁশি শুনে
গুমরিয়া মনে মনে,
তুমি খুঁজিও হে বনে বনে, বন ফুলে গেঁথো মালা॥