শোন শোন শোন রাজা বলি তোমারে

  • তাল : -

শোন শোন শোন রাজা বলি তোমারে

লেটো গান : ‘হারানো আংটি’

শকুন্তলা : শোন, শোন, শোন রাজা বলি তোমারে।
বনহরিণী, নয় এ হরিণ, দেখ ভালো করে॥
বনমালা শোভে গলে,
সাজানো ফুল সিং দোলে,
তপোবনের এ হরিণী, থাকে সবার আদরে॥
অঙ্গেতে এর তীর মেরো না,
তীর মারা সহ্য হবে না,
রাজা তোমায় করি মানা, ও রাজা এসো হে মোর কুটিরে॥
পাদ্য অর্ঘ্যে করি বন্দন।
বনফল করাব ভোজন,
তাত নাই মোর, আছি তিনজন, বসাবো সমাদরে॥
দুষ্মন্ত : কি নাম তোমার বনবালা বন আমারে।
পথশ্রমে কাতর আমি চল কুটিরে॥
তোমার রূপে পাগল আমি,
রাজী যদি হও হে তুমি,
করব তোমায় আমার রানী, নিয়ে যাব মোর ঘরে॥