কণ্ব ঋষির কন্যা আমি

  • তাল : -

কণ্ব ঋষির কন্যা আমি

লেটো গান : ‘হারানো আংটি’

কণ্ব ঋষির কন্যা আমি, নামটি শকুন্তলা।
তপোবনে থাকি আমি, আমি বনমালা॥
ঐ দেখ নদী মালিনী,
ফুল গাছে ভরা তটনী,
পাখির কাকলি শুনি, সকাল সন্ধ্যা বেলা॥
আমার দু’জন আছে সখি,
ফুল তুলি আর মালা গাঁথি
এই হরিণীর সাথে থাকি, গলেতে দিই মালা॥
শান্ত এ ঋষি তপোবন।
ঋষির চরণ ধোয়াই তিনজন,
তরু মূলে বারি সিঞ্চন, এ কাজ মোদের দু’বেলা॥
দিলাম মোদের পরিচয়,
শুনলেন রাজা মহাশয়,
পথশ্রম দূর হইবে, মন হবে না উথলা॥