বল বল বল ওস্তাদ শকুন্তলা কোথায় গেল

  • তাল : -

বল বল বল ওস্তাদ শকুন্তলা কোথায় গেল

লেটো গান : ‘হারানো আংটি’

বল বল বল ওস্তাদ, শকুন্তলা কোথায় গেল।
কে তাহারে তুলে নিল। কোন্ লোকেতে লয়ে গেল॥
শকুন্তলা কোথা রবে।
সেখানে তার কি হইবে,
রাজা দুষ্মন্তের কি হইবে, সে কথাটি যাবে বলে॥
কোন্ লোকেতে রাজা যাবে,
কি বা সেথা দেখতে পাবে,
দেখতে পেয়ে কি করিবে? ভেদ জানাবে আসরতলে॥
নজরুল এসলাম কয় কাতরে,
লেটো গানের এই আসরে,
চুরুলিয়া নিবাস যে তার। সালাম গুরুর কদম তলে॥১